Wednesday, February 19, 2025

বিপিএল: দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান হেফাজতে, ৩ কিস্তিতে পাওনা পরিশোধের আশ্বাস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিপিএলে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের পাওনা পরিশোধে বারবার প্রতিশ্রুতি ভঙ্গের পর, ৩ ফেব্রুয়ারি রাতে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শফিকুর রহমান টুর্নামেন্ট চলাকালীন নানা বিতর্কে জড়িয়ে পড়েন, যার মধ্যে অন্যতম ছিল খেলোয়াড়দের অনুশীলন বর্জন এবং বিদেশি প্লেয়ারদের পারিশ্রমিক না দেওয়া। একাধিক চেক বাউন্স এবং বিদেশি স্টাফদের হোটেলে আটকে থাকার ঘটনা নিয়ে বিপুল আলোচনার সৃষ্টি হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শফিকুর রহমান ১০ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি, ৩, ৭, এবং ১০ ফেব্রুয়ারি, তিন কিস্তিতে ২৫ শতাংশ হারে খেলোয়াড়দের পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

এছাড়া, বিপিএলে দুর্বার রাজশাহীর একের পর এক চুক্তি লঙ্ঘনের কারণে মন্ত্রণালয় একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে। এই কমিটি বিপিএলের নানা অনিয়মের তদন্ত করবে এবং যাদের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর