এইচ, এম, শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে আনন্দঘন পরিবেশে মোরেলগঞ্জ মডেল একাডেমির বার্ষিক বনভোজন শিক্ষা সফর ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী ) সকাল ৭ টায় মোরেলগঞ্জের স্টিল ব্রীজ এলাকা থেকে খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টের (বনবিলাস) চিড়িয়াখানায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন শেষ হয়।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ধরনের খেলাধুলা, যেমন দৌড়, লং জাম্প, বিস্কুট দৌড়, বল নিক্ষেপ, ব্যাগ রেসসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বনভোজন পর্বে শিক্ষার্থীরা শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আনন্দঘন সময় কাটায়। বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিনটি আরও রঙিন হয়ে ওঠে।
মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ নাহিদ মাহমুদ রুবেল বলেন, “প্রতিবছর শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য আমরা এই আয়োজন করে থাকি। এটি শুধু বিনোদনের জন্য নয়, বরং শিক্ষার্থীদের বাস্তব মূখী শিক্ষা ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার একটি দারুণ সুযোগ।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আনন্দের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।
রাতদিন সংবাদ/আর কে-০৩