Friday, December 5, 2025

এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে পারিশ্রমিক পরিশোধে গড়িমসি এবং স্পট ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটাঙ্গন উত্তাল। দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়সহ বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন ম্যাচ ফিক্সিং সন্দেহের তালিকায়। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অধীনে অ্যান্টি করাপশন ইউনিট (এসিইউ) অন্তত আটটি ম্যাচ নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের অনুরোধে এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে এনামুল হক দেশ ছাড়তে না পারেন। তবে এই ব্যবস্থা আপৎকালীন; তদন্তে দোষী প্রমাণিত না হলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

শুধু এনামুলই নন, স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে দুর্বার রাজশাহীর আরও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ মনিটর করছে মোট ১০ জন ক্রিকেটার এবং চারটি ফ্র্যাঞ্চাইজিকে। ১০ জনের মধ্যে ছয়জন জাতীয় দলের প্রতিনিধি, দুইজন বয়সভিত্তিক ক্রিকেটার এবং দুইজন বিদেশি।

এদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, নাজমুল অপু, থিসারা পেরেরা, শফিউল ইসলাম, আল আমিন হোসেন সিনিয়র, আলাউদ্দীন বাবু, শুভম রানজানে (যুক্তরাষ্ট্র), মোসাদ্দেক হোসেন সৈকতসহ আরও কয়েকজন।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর