Monday, April 21, 2025

সাতক্ষীরায় ৯ ম পুলিশ সুপার কাপ ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাতক্ষীরায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ৯ম পুলিশ সুপার কাপ ৮ দলীয় নকআউট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে পুরাতন সাতক্ষীরা ব্যাডমিন্টন ক্লাব ও এলাকাবাসীর আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মঈনুল ইসলাম মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেল আমিনুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ শামীনুল হক, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুফতি আক্তারুজ্জামান, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আবু হাসান, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, তুবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ৩০ মাইল সাতক্ষীরার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মীর শাহিন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গাউছুল আলম রাজ, পুরাতন সাতক্ষীরা ব্যাডমিন্টন ক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী কামরুল ইসলাম, সহ-সভাপতি আসমাতুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন, সদস্য সচিব রাজু আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সহ আরো অনেকে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর