পিঠের ইনজুরির কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। আজ (শুক্রবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
বাজে ফর্ম ও চোটের কারণে সাম্প্রতিক সময়ে দলে জায়গা পাকা করতে পারেননি মার্শ। সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দলে ছিলেন না তিনি। বিগ ব্যাশের এক ম্যাচ খেলে বিশ্রামে ছিলেন। চোট থাকা সত্ত্বেও তাকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। তবে পুনর্বাসন পরিকল্পনা মতো না হওয়ায় শেষ পর্যন্ত তাকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, ইনজুরি সমস্যায় ভুগছে পুরো অস্ট্রেলিয়া দল। পেসার প্যাট কামিন্স গোড়ালির চোটে ভুগছেন, পাশাপাশি তিনি পিতৃত্বকালীন ছুটিতেও আছেন। জশ হ্যাজেলউডও মাংসপেশির সমস্যায় মাঠের বাইরে।
মার্শের জায়গায় দলে সুযোগ পেতে পারেন তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। তবে পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে ভালো করতে পারেননি তিনি।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অজিরা টুর্নামেন্ট শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।
অনলাইন ডেস্ক/আর কে-০৪







