Friday, December 5, 2025

১৪ ফেব্রুয়ারি পালিত হবে পবিত্র শবে বরাত

দেশের আকাশে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। এর ফলে আগামী ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র শবে বরাত উদযাপন করবেন।

পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ ও শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

ফারসি ভাষায় ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। ইসলামি পরিভাষায়, এটি ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। হিজরি শাবান মাসের ১৪ তারিখের রাতটি শবে বরাত হিসেবে পালন করা হয়।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ মহিমান্বিত রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। তাই মুসলিম ধর্মাবলম্বীরা এ রাতে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। তারা নফল নামাজ আদায়, কুরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ নানা ধরনের ইবাদত পালন করে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের চেষ্টা করেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। মুসলিম উম্মাহর জন্য এই রাতকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় এবং ধর্মপ্রাণ মানুষজন সারারাত ইবাদত করে কাটিয়ে দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর