Friday, December 5, 2025

সাতক্ষীরায় তারুণ্যের উচ্ছ্বাসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: “বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) রিপন বিশ্বাস।

সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু,সদর সার্কেল আমিনুর রহমান,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ,ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মেহেদী হাসান,কৃষি অফিসের সহকারী পরিচালক আমিনুল ইসলাম সহ আরো অনেকে।

বক্তারা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তরুণদের অবদান রয়েছে। তরুণরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের হাতেই আগামীর নেতৃত্ব। জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর তরুণরা পুলিশ না থাকা সত্ত্বেও ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। তরুণদের শিক্ষা, কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আরও বেশি আগ্রহী করে তুলতে হবে। দুর্নীতি প্রতিরোধে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নে সকল ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়ানো উচিত।

তরুণদের হাত ধরেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে বৈষম্য ও স্বৈরশাসন যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের পাশাপাশি সকলকেই ভূমিকা রাখতে হবে। তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর