চৌগাছা: যশোরের চৌগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন হওয়ায় সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলের খেলোয়াড়দের সম্মাননা দেওয়া হয়েছে।
গত বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের সদস্যদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়টির ফুটবল দলের কোচ মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদ কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ঝিকরগাছার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়েল বালক দলকে ৪-০ গোলে হারিয়ে চৌগাছার সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল জেলার চ্যাম্পিয়ন হয়েছিল।







