সাতক্ষীরা প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানে দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে সাতক্ষীরায় শুরু হয়েছে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন সিদ্দিকা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ. ম. আখতারুজ্জামান মুকুল, ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ইকবাল কবির খান বাপ্পি, কাজী কামরুজ্জামান ও মো. আলতাপ হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় প্রভাতী ক্রিকেট একাডেমি বাকাল ও ফিউচার বয়েজ ক্রিকেটার একাডেমি পলাশপোল। প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিচ্ছে, যা জেলার তরুণ খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি করবে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস। জেলার ক্রীড়া অঙ্গনে নতুন প্রাণসঞ্চার করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।







