মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে পবিত্র শবে মেরাজ উপলক্ষে মোরেলগঞ্জ চাউলাপট্রি জামে মসজিদে ইসলামিক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র শবে মেরাজের তাৎপর্য নিয়ে আলোচনা করেন হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম বাগেরহাটি ও মোরেলগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম। বিশেষ ধর্মীয় আলোচনা ও ওয়াজ মাহফিল পরিচালনা করেন চাউলাপট্রি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুহাম্মাদ আলী।
শেষে মুসলমানদের ইহকাল ও পরকালের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি মসজিদের উন্নয়নে অবদান রাখা সাবেক এমপি ডা. মোজাম্মেল হোসেন, মৃত শফিকুল আলম ও তার স্ত্রী এবং মসজিদের জমিদাতা আব্দুল হামিদ ফরাজীর রুহের মাগফিরাত কামনা করা হয়।
রাতদিন সংবাদ/আর কে-০৯







