Friday, December 5, 2025

আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসের পদত্যাগ

চ্যাম্পিয়নস ট্রফির আর অল্প কদিন বাকি, এরই মধ্যে বড় ধাক্কা খেল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের সূচি ও ভেন্যু আয়োজনে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন সংস্থাটির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস।

২০১২ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশনস ম্যানেজারের পদ ছেড়ে আইসিসির মহাব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছিলেন অ্যালারডাইস। পরে ২০২১ সালের নভেম্বরে আইসিসির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন তিনি। তার সময়ে বেশ কিছু বড় টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা হলেও গত বছরের টি-২০ বিশ্বকাপে অতিরিক্ত খরচ এবং এবার চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বিশেষ করে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু চূড়ান্ত করতে দেরি করা এবং সূচি প্রকাশে গড়িমসির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অ্যালারডাইস। পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের বিষয়ে ভারতকে রাজি করানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। এতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।

শেষ পর্যন্ত এই পরিস্থিতির মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন অ্যালারডাইস। বিদায়বেলায় তিনি বলেছেন, ‘আইসিসির মতো সংস্থার দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যা করেছি, সেটাই আমার বড় অর্জন। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এত বছর আমার পাশে থাকার জন্য।’

তবে আইসিসির পরবর্তী প্রধান নির্বাহী কে হবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

অনলাইন ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর