নড়াইল প্রতিনিধি: পবিত্র শবে মেরাজ উপলক্ষে নড়াইলে আজ মঙ্গলবার জাঁকজমকপূর্ণ এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তিনি তার বক্তব্যে শবে মেরাজের তাৎপর্য তুলে ধরে বলেন, এই পবিত্র রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন। এই ঘটনা মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি সবার জন্য কল্যাণ কামনা করে দোয়া করেন।
নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওয়াকিউজ্জামান এবং ঢাকার লালবাগ মসজিদের নূরের খতিব মাওলানা মো: তাজুল ইসলাম শবে মেরাজের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, এই রাতে মুসলমানদের উচিত ইবাদত-বন্দেগিতে মশগুল থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল, সহকারি কমিশনার মো: শাহরিয়ার হোসেন, মো: রুবেল শেখ এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিজানুর রহমান। এছাড়াও পুলিশ লাইন জামে মসজিদের ইমাম মাওলানা বেলাল হোসাইনসহ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসারগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।







