মিরপুরে এক রোমাঞ্চকর ম্যাচে খুলনা টাইগার্সের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। বোলারদের ব্যর্থতায় ১৮৭ রানের বড় সংগ্রহ গড়েও হারতে হয়েছে খুলনাকে। অন্যদিকে এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে রংপুরের সঙ্গে সমান পয়েন্ট অর্জন করেছে বরিশাল, যদিও নেট রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
টস হেরে ব্যাট করতে নেমে খুলনার দুই ওপেনার মেহেদি মিরাজ ও মোহাম্মদ নাঈম দলের জন্য শক্ত ভিত গড়ে দেন। মিরাজ ২৯ রানে আউট হলেও নাঈম খেলেন ২৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস। মিডল অর্ডারে অ্যালেক্স রস, উইলিয়াম বাসিসতো এবং আফিফ হোসেন ভালো শুরুর পর ইনিংস বড় করতে ব্যর্থ হন। তবে শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ১২ বলে অপরাজিত ২৭ রানের ক্যামিও ইনিংসে ১৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে খুলনা।
১৮৮ রানের লক্ষ্যে নেমে বরিশাল শুরুতেই তাওহিদ হৃদয়কে হারালেও তামিম ইকবাল ও ডেভিড মালানের ৯১ রানের জুটিতে ম্যাচে নিয়ন্ত্রণ নেয়। তামিম ২৫ বলে ২৭ রান করে ফিরে গেলেও মালান ৩৭ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের পর শেষদিকে ফাহিম আশরাফের ৬ বলে অপরাজিত ১৮ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বরিশাল।
এই হারে প্লে অফের দৌড়ে খানিকটা পিছিয়ে গেল খুলনা টাইগার্স। অন্যদিকে বরিশালের টানা পাঁচ জয়ে তাদের আত্মবিশ্বাস চরমে। নেট রান রেটের ব্যবধান কমিয়ে শীর্ষে ওঠার দিকে নজর থাকবে বরিশালের।
অনলাইন ডেস্ক/আর কে-০৪







