Friday, December 5, 2025

এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের লা লিগার শীর্ষস্থান আরও মজবুত

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে ওঠানামা দেখলেও অবশেষে স্বরূপে ফিরেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। গতকাল (শনিবার) রাতে লা লিগায় ভায়াদোলিদের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি। তার হ্যাটট্রিকে ভর করেই প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলের জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ, যা তাদের শীর্ষস্থান আরও মজবুত করেছে।

ম্যাচের শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও ৩০তম মিনিটে জুড বেলিংহামের পাস থেকে এমবাপের প্রথম গোলের মাধ্যমে রিয়াল লিড নেয়। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর অ্যাসিস্টে দ্বিতীয় গোল করেন তিনি। যোগ করা সময়ে ভিএআর সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে।

এ জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৪-এ।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর