Wednesday, February 19, 2025

যশোরের সাংবাদিক কিরণ সাহার ১১তম মৃত্যুবার্ষিকী

দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর সাবেক প্রধান সাংবাদিক কিরণ সাহা কচির ১১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার। ২০১৪ সালের ২৫ জানুয়ারি যশোর ব্যুরো অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

কিরণ সাহা যশোরের সাংবাদিকতার জগতে একজন অন্যতম প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি যশোর সাংবাদিক ইউনিয়নের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি, যশোর প্রেসক্লাবের কয়েকবার সহসভাপতি ও কোষাধ্যক্ষ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চাঁদেরহাট, পুনশ্চ যশোরসহ আরো কয়েকটি সংগঠনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

তার মৃত্যুবার্ষিকীতে পারিবারিকভাবে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যশোরের সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠন তার আত্মার শান্তি কামনা করেছে।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর