যশোরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে বালক বিভাগে শার্শা উপজেলা এবং বালিকা বিভাগে ঝিকরগাছা উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
বালক বিভাগের ফাইনালে শার্শা উপজেলা দল অভয়নগর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচের ৩৩ মিনিটে রাকিবের করা গোলই শার্শার জয় নিশ্চিত করে। এই ম্যাচে শার্শার রাহুল ও অভয়নগরের আসিফ লাল কার্ড পান। শার্শা উপজেলা দলের তানভীর মাহতাব সেরা খেলোয়াড় এবং সাকিব সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হন।
বালিকা বিভাগের ফাইনালে ঝিকরগাছা উপজেলা দল শার্শা উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচের ২১ মিনিটে কেয়ার করা গোলই ঝিকরগাছার জয় নিশ্চিত করে। নূর জাহান এই ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
ফাইনাল ম্যাচ শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কমলেশ মজুমদার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন। জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেলা পর্যায়ে বিজয়ী হওয়া এই দুটি দল এবার বিভাগীয় পর্যায়ে বাংলাদেশের অন্যান্য জেলার দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।







