মাহফুজুল ইসলাম মন্ন,লোহাগড়া প্রতিনিধিঃ: নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামের উদ্যোক্তা জাহাঙ্গীর শেখ বরই চাষ করে লাখপতি হওয়ার পথে। মাত্র ১২ শতক জমি থেকে শুরু করা এই চাষ এখন ৪০ শতক জমিতে বিস্তৃত হয়েছে।
জাহাঙ্গীর প্রধানত “বল সুন্দরী কুল” এবং “কাশ্মীরি আপেল কুল” চাষ করেন। গত বছরের সাফল্যের পর এ বছর তিনি ৫০ হাজার টাকা বিনিয়োগ করে চাষের পরিধি বাড়িয়েছেন। ইতোমধ্যে ৪০ হাজার টাকার বরই বিক্রি করেছেন এবং মৌসুম শেষে আড়াই থেকে তিন লাখ টাকা আয়ের আশা করছেন।
লোহাগড়া উপজেলায় বরই চাষের প্রসার ঘটছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখানে ৪০ হেক্টর জমিতে কুলের আবাদ করা হয়েছে এবং ১৯৮ মেট্রিক টন বরই উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিশেষ করে কাশ্মীরি কুলের চাহিদা বেড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন।
জাহাঙ্গীরের সফলতা অনেককে অনুপ্রাণিত করেছে। তার বাগান দেখতে অনেকেই আসছেন এবং তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন।