স্প্যানিশ কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া শেষ আটের লড়াইয়ে বড় ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে আসরের সবচেয়ে সফল দল বার্সেলোনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ লেগানেস।
লা লিগার শীর্ষ দলগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে গেটাফের। অন্যদিকে রিয়াল সোসিয়েদাদের প্রতিপক্ষ ওসাসুনা।
শেষ ষোলোর লড়াইয়ে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। রিয়াল মাদ্রিদ সেল্টা ভিগোকে ৫-২ গোলে, আর রিয়াল সোসিয়েদাদ রায়ো ভায়েকানোকে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। বার্সেলোনা রিয়াল বেটিসকে ৫-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে।
বছরের প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। কোপা দেল রে’র ফাইনালেও হয়তো দেখা যেতে পারে দুই জায়ান্টের মুখোমুখি লড়াই।
কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের ড্র, রিয়াল মাদ্রিদ বনাম লেগানেস, বার্সেলোনা বনাম ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম গেটাফে, রিয়াল সোসিয়েদাদ বনাম ওসাসুনা।
ফুটবলপ্রেমীদের নজর এখন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ রোমাঞ্চকর লড়াইয়ের দিকে।
অনলাইন ডেস্ক/আর কে-০৫







