Friday, December 5, 2025

লিটন দাসের প্রতি ভক্তদের ভালোবাসা

বাংলাদেশের জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাসের সাম্প্রতিক সময়গুলো ভালো যাচ্ছিল না। ব্যাট হাতে রানখরা, চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া এবং ম্যাচ চলাকালে নিজ দেশের সমর্থকদের দুয়ো শোনা—এসব ঘটনায় কঠিন সময় পার করছিলেন তিনি।

চট্টগ্রাম পর্বে ফরচুন বরিশালের বিপক্ষে খেলায় লিটনের বিরুদ্ধে মাঠেই বিদ্রূপ ছোড়া হয়। সমর্থকদের এমন আচরণে লিটন ছিলেন নিঃশব্দ, কোনো উত্তর দেওয়ার সুযোগও ছিল না তার। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশের অসংখ্য ক্রিকেটপ্রেমীর মন ছুঁয়ে যায়।

তবে সেই কঠিন সময় পেরিয়ে লিটনের প্রতি ভক্তদের ভালোবাসা প্রকাশ পেয়েছে নতুনভাবে। গতকাল ঢাকা-সিলেট ম্যাচে লিটনকে উৎসাহ দিতে মাঠে হাজির হন তার অসংখ্য ভক্ত। অনেকের হাতে দেখা যায় আবেগময় বার্তা লেখা প্ল্যাকার্ড।

এর মধ্যে একটি বিশেষ প্ল্যাকার্ড সবার নজর কেড়ে নেয় এবং লিটন নিজেও তা দেখে আবেগাপ্লুত হন। প্ল্যাকার্ডটিতে লেখা ছিল, “যদি আপনার জন্য কেউ না থাকে তবে জেনে রাখবেন একমাত্র ভক্ত হিসেবে আমি থাকবো। লিটন কুমার দাস।”

এই প্ল্যাকার্ডের ছবি লিটন দাস নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে প্রতিক্রিয়ায় লেখেন, “আমি জানি না আমি ক্রিকেটে কতটুকু কী অর্জন করতে পেরেছি। তবে এই প্ল্যাকার্ডটি আমার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আমার পরিবার ছাড়াও আমার ‘একজন ভক্ত’ আছে জেনে অবিশ্বাস্য মনে হয়। আনায়রা, মনে হচ্ছে তোমার প্রতিযোগী আছে!”

লিটনের এমন আন্তরিক প্রতিক্রিয়া তার ভক্তদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। কঠিন সময়ে সমর্থকদের এমন ভালোবাসা লিটন দাসের জন্য আশার আলো হয়ে উঠেছে এবং তার খেলায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেই বিশ্বাস করেন ক্রিকেটপ্রেমীরা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর