তাছিন জামান, মাগুরা : মাগুরার শ্রীপুরের দারিয়াপুর দরবার শরীফে ৯২তম ইসালে সওয়াব উপলক্ষে আগত মুসল্লিদের জন্য শীতবস্ত্র (কম্বল) উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত মেজর জেনারেল মজিদ উল হকের মেয়ে ডা: সিমিন আক্তার।
শনিবার (১৮ জানুয়ারি) দরবার শরীফ পাঠাগারে অনুষ্ঠিত অনুষ্ঠানে দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরত মাওলানা শাহসূফি তোয়াজউদ্দিন আহমেদ (রঃ) এর ছোট ছেলে, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি, বিশিষ্ঠ ছড়াকার আবু সালেহকে শতাধিক শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেন ডা: সিমিন আক্তার।
এসময় সাবেক রাষ্ট্রদূত শাহেদ আক্তার, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, লেফটেন্যান্ট কর্নেল (অব:) সাব্বির আহমেদ সিদ্দিকী রনি, এমএ আহমেদ সেলিমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডা: সিমিন আক্তারের এই উদ্যোগে দরবার শরীফের পীর সাহেবসহ সকল উপস্থিত ব্যক্তি তাকে ধন্যবাদ জানিয়েছেন।







