Friday, December 5, 2025

শ্রীপুরে ভিডিপি প্রশিক্ষণ: জনশক্তি গড়ার উদ্যোগ

তাছিন জামান, মাগুরা : মাগুরার শ্রীপুরে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার থেকে ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী, মোট ৬৪ জন অংশগ্রহণ করছেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীনের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদপত্র ও ভাতা প্রদান করা হবে।

শ্রীপুরে ভিডিপি প্রশিক্ষণ: জনশক্তি গড়ার উদ্যোগপ্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, থানা অফিসার্স ইনচার্জ (ওসি), উপজেলা সহকারী প্রোগামার (আইসিটি), উপজেলা আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা অংশগ্রহণ করবেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্পৃক্ততা ইত্যাদি বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর