তাছিন জামান, মাগুরা : মাগুরার শ্রীপুরে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার থেকে ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী, মোট ৬৪ জন অংশগ্রহণ করছেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীনের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদপত্র ও ভাতা প্রদান করা হবে।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, থানা অফিসার্স ইনচার্জ (ওসি), উপজেলা সহকারী প্রোগামার (আইসিটি), উপজেলা আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা অংশগ্রহণ করবেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্পৃক্ততা ইত্যাদি বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে।







