Friday, December 5, 2025

যশোরে সারের ডিলারকে মারধর, টাকা ছিনতাই:  ফোন কেটে দিলেন ওসি

যশোরের চৌগাছায় সরকারি সারের ডিলারকে চাঁদার টাকা না দেওয়ার জেরে মারধর করে টাকা ও মোটরবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার পক্ষের সন্ত্রাসীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী উপজেলা ভাস্কার্য মোড়ের সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের পক্ষের শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, নাইমুজ্জামান সুমন, মনিরুল ইসলাম, মাজিদুল ইসলাম, ইসাহক আলী ও তরিকুল ইসলাম নামের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা চেয়ে আসছিল।

শুক্রবার রাতে তার দোকানে এসে তারা চাঁদার টাকা না পেয়ে দোকান ভাংচুর করে তাকে মারধর করে। এ সময় তার দোকান থেকে আট লক্ষ টাকা ও মোটরবাইক ছিনতাই করে নিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু বলেন, “আমি এখন আমার দোকান ও জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি।”

এই ঘটনাটি নিয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের পক্ষের এই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর