Friday, December 5, 2025

বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক।। বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৫ টায়,বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের বসুন্দিয়া মোড় অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল প্রকাশ করা হয়।

বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: আখতারুল আলমের সঞ্চালনায়,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আলী খান।

গতবছরের ২০ ডিসেম্বর বসুন্দিয়া ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকার ২৭ টি‌ শিক্ষা প্রতিষ্ঠানের মোধ্যে, প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী,মাধ্যমিকের সপ্তম ও অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনকৃত ৬৯৪ শিক্ষার্থীদের মধ্যে ৬৬৫ জন শিক্ষার্থী নিয়ে জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয়ে বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জঙ্গল বাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব জুলফিকার আল মাহমুদ ও পরীক্ষা নিয়ন্ত্রক মাসুদুর রহমান এর উপস্থিতিতে সুন্দর সুষ্ঠুভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এ বৃত্তি পরীক্ষায় ৬৬৫ জন শিক্ষার্থীর মধ্য ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ১৮ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১৩০ জন ।

চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ নাম্বার পেয়ে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ৬ জন। সাধারণ বৃত্তি পেয়েছেন ৪৪ জন।

পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ৬ জন। সাধারণ বৃত্তি পেয়েছে ৪৩ জন।

সপ্তম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩ জন।সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২৭ জন।

অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩ জন। সাধারণ গ্রাটে বৃত্তি পেয়েছে ১৬ জন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও জিরাট আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল আলিম। জোবেদা মোগল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, লিটিল এঞ্জেল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেনসহ বসুন্দিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

রাতদিন ডেস্ক/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর