শ্যামল দত্ত, চৌগাছা( যশোর)প্রতিনিধি: যশোরের চৌগাছায় ভূমিদস্যুদের দীর্ঘদিনের অবৈধ দখল থেকে ৪৩ বিঘার একটি জলমহাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা এবং সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে এই জলমহাল দখলমুক্ত করে লাল পতাকা এবং সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
চৌগাছা পৌরসভার চৌগাছা মৌজার এই জলমহালটি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দখলে ছিল। তারা জোরপূর্বক জমি দখল করে মাছ চাষ করতো। এমনকি ভূমি অফিসের অসাধু কর্মচারীদের সহায়তায় জমির শ্রেণি পরিবর্তন করে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছিল।
ভূমি অফিস রেকর্ড সংশোধন করে জলমহালে ফিরিয়ে নেওয়ার জন্য মিসকেস করে। এরপর অবৈধভাবে নিজেদের নামে দখলকারী ব্যক্তিরা দেওয়ানী মামলা করে। তবে মামলায় তারা আদালতে হেরে যায়। এরপরও অবৈধভাবে জলমহালটি দখলে রেখেছিল ওই ভূমিদস্যূরা।
৫ আগস্টের পট পরিবর্তনের পর স্থানীয় জনসাধারণের চাপে অবৈধদখলদাররা জমি ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান জলমহাল দখলমুক্ত করে সরকারের দখলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেন। সোমবার এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
এখন জমিটির শ্রেণি পরিবর্তন করে আবার জলমহালে রূপান্তর করার জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রস্তাব পাঠানো হবে। এরপর এটি ইজারা দেয়ার ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, “উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হলো। এটি আমাদের বড় অর্জন। এটি ধানী শ্রেণিতে আছে এখন এটির শ্রেণি পরিবর্তন করা হবে। অবৈধ দখল মুক্ত করে সরকারি সম্পদ ফিরিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, “জমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় ভূমিদস্যূরা অবৈধভাবে রেকর্ড করে দখলে রেখেছিলো। মিস কেসের মাধ্যমে আমরা রেকর্ড সংশোধন করে খাস খতিয়ানে নিয়েছি। আজ সেটি দখলমুক্ত করা হলো।”







