বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ এক চমকপ্রদ ঘটনা ঘটলো। দুর্বার রাজশাহী তাদের অধিনায়ক পরিবর্তন করেছে। দলের সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়কে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে।
রাজশাহী ফ্র্যাঞ্চাইজি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনামুলকে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করেও দলকে জেতাতে না পারায় এনামুল হতাশ হয়ে পড়েন। দলের ম্যানেজমেন্ট মনে করে, অধিনায়কত্বের চাপ ছাড়াই এনামুল ব্যাটিংয়ে আরও ভালো করতে পারবেন।
অন্যদিকে, তাসকিন আহমেদ এই আসরে দুর্দান্ত ফর্মে আছেন। তিনি ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। দলের ম্যানেজমেন্ট আশা করছে, তাসকিন তার অভিজ্ঞতা ও দক্ষতার সাহায্যে দলকে প্লে-অফে নিয়ে যেতে সক্ষম হবেন।
উল্লেখ্য, এনামুল হক এই আসরে ৮ ম্যাচে ৩২৪ রান করেছেন। তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
আজ সন্ধ্যায় চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে নতুন অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তাসকিন আহমেদ।







