Friday, December 5, 2025

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন: প্রতারণা না বাস্তবতা?

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার অভিযানে জোরালোভাবে নেমে পড়ে। কিন্তু এই অভিযান কতটা সফল হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ডিজিটাল বাংলাদেশের নামে যে বড়সড় প্রচারণা চালানো হয়েছে, তা বাস্তবে কতটা প্রতিফলিত হয়েছে, তা নিয়ে গভীর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবতার ফারাক:

  • প্রযুক্তি খাতে দুর্নীতি: প্রযুক্তি খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হলেও, সেই অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। যশোর আইটি পার্কের মতো উদাহরণে দেখা যায়, প্রকল্পের নামে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু পার্কটি থেকে কোন প্রযুক্তি পণ্য তৈরি হয় বলে জানা যায়নি।
  • দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের অভাব: বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ হলেও, দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মনে হয় না। আমরা এখনও বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল।
  • বিদেশি প্রযুক্তি জায়ান্টদের দখল: গুগল, ফেসবুকের মতো বিদেশি প্রযুক্তি জায়ান্টরা বাংলাদেশের বাজার দখল করে নিয়েছে। আমাদের তরুণরা যতটা অর্থ এই প্রতিষ্ঠানগুলোতে আয় করে, তার চেয়ে অনেক বেশি অর্থ বাংলাদেশ থেকে বিদেশে চলে যায়।
  • জনগণের জীবনে পরিবর্তন: ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখানো হলেও, সাধারণ মানুষের জীবনে এর কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।
  • প্রতারণার অভিযোগ: অনেকেই মনে করেন, ডিজিটাল বাংলাদেশের নামে জনগণকে প্রতারিত করা হয়েছে।

প্রযুক্তির সিংহভাগ যারা উদ্ভাবন করেছে তারা এখনো ডিজিটাল হতে পারল না, আর আমাদের বোকা বানালো হলো। আমাদের মষ্তিষ্কের ডোপামিন দখল করে নিয়েছে টিকটক, ফেসবুক গুগলের মত প্রতিষ্ঠানগুলো

প্রযুক্তি জগতে আমাদের কোন বিশ্বজয় করার প্রডাক্ট নেই। ফেসবুক, গুগল থেকে আমাদের তরুণরা আয় করে তার থেকে কয়েক হাজার গুন বেশী এদেশ থেকে টাকা বিদেশ যায় প্রযুক্তি পণ্যর প্রতিষ্ঠানগুলো

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন একটি বড়সড় প্রচারণা হলেও, বাস্তবে তা কতটা সফল হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। প্রযুক্তি খাতে দুর্নীতি, দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের অভাব, বিদেশি প্রযুক্তি জায়ান্টদের দখল এবং সাধারণ মানুষের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন না আসা- এসব বিষয় বিবেচনা করে বলা যায় যে, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত  না হলেও, শব্দটি দিয়ে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর