Friday, December 5, 2025

যুবদল নেতার উষ্ণ উপহারে মহম্মদপুরের শীতার্তদের মুখে হাসি

মাগুরা প্রতিনিধি: শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে দুর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষের। বিশেষ করে ভ্যান, রিকশা চালকসহ শ্রমিকদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই পরিস্থিতিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন মহম্মদপুরের শীতার্তদের জন্য উন্নতমানের শীতবস্ত্র পাঠিয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের চৌরাস্তার মোড়ে স্থানীয় ভ্যান, রিকশা চালক, শ্রমিকদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান, যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজানসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রবিউল ইসলাম নয়নের এই উদ্যোগে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটেছে। তারা যুবদল নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত সহচর রবিউল ইসলাম নয়ন সবসময়ই মানবতাবাদী কাজে সামনে থাকেন। তিনি ঢাকার রাজপথে বারবার নির্যাতিত হয়েছেন এবং কারাবরণ করেছেন। তার এই উদ্যোগ স্থানীয়দের মনে স্পর্শ করেছে।

মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান বলেন, রবিউল ইসলাম নয়ন মহম্মদপুরের কোন মানুষ যেন শীতে কষ্ট না পায় সেজন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বিএনপি সবসময় মানুষের পাশে থাকবে।

রবিউল ইসলাম নয়নের এই উদ্যোগ উপজেলায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এমন মানবিক প্রচেষ্টা সমাজে দৃষ্টান্ত স্থাপন করে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর