মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ঊম্মাহ এইড নেটওয়ার্কের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার হোগলাবুনিয়া পশ্চিম সানকিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণ কম্বল, টুপি এবং শীতের চাদর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊম্মাহ এইড নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সদস্য মো. আলাউদ্দিন মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, “শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করেছি এই উদ্যোগের মাধ্যমে তাদের কষ্ট কিছুটা কমিয়ে আনতে।”
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম ঊম্মাহ এইড নেটওয়ার্কের এই মানবিক কার্যক্রমকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।







