Friday, December 5, 2025

চুড়ামনকাটিতে ক্রিকেট টুর্নামেন্ট: ছাতিয়ানতলা মল্লিক পাড়া চ্যাম্পিয়ন

চুড়ামনকাটি প্রতিনিধি: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে দিনব্যাপী ক্রিকেট মিনি টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার বাগডাঙ্গা বাদামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মোট ১২টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ছাতিয়ানতলা মল্লিক পাড়া দল চ্যাম্পিয়ন হয়েছে এবং ঝাউদিয়া দল রানার্স আপ হয়েছে। বিজয়ী দলকে ট্রফি ও নগদ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক আশরাফুল আলিম সন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি মাষ্টার হাবিবুর রহমান, রাজু আহম্মেদ, শাকিল হোসেন, ওয়েলফেয়ার আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব হোসেন, প্রাথমিক ডাক্তার মানজুর এলাহী প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর