Friday, December 5, 2025

লোহাগড়ায় কুল চাষে দুই বন্ধুর স্বপ্ন সফল

মাহফুজুল ইসলাম মন্নু, লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের মাধভাটি গ্রামের দুই বন্ধু আব্দুল্লাহ আল মামুন জিকু এবং রুবায়েত ইসলাম টলিন শখের বশে শুরু করা কুল চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন। লিজ নেওয়া প্রায় ১২০ শতক জমিতে রোপণ করা ৫ শতাধিক কুল গাছ এখন ফলশ্রুত।

কাশ্মীরি, থাই, বলসুন্দরী ও সিডলেসসহ বিভিন্ন জাতের কুলের এই বাগান দেখতে প্রতিদিনই লোকজন ভিড় করছেন। স্থানীয় কৃষকদের কাছে তারা অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।

লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর লোহাগড়া উপজেলায় ৪০ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯৮ মেট্রিক টন।

কুল চাষি রুবায়েত ইসলাম টলিন জানান, বাগান করতে ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ টাকা। প্রথম বছরেই প্রায় দেড় লাখ টাকার কুল বিক্রি করেছেন। এখনও প্রায় চার লক্ষ টাকার কুল বিক্রি হবে বলে আশা করছেন। এতে করে তাদের সব খরচ বাদ দিয়ে দুই থেকে আড়াই লাখ টাকা লাভ হবে বলে আশা করছেন।

আব্দুল্লাহ আল মামুন জিকু বলেন, কাশ্মীরি জাতের আপেল কুল খেতে সুস্বাদু হওয়ায় জমি থেকে পাইকারি ৮০ থেকে ৮৫ টাকায় কুল বিক্রি হচ্ছে।

স্থানীয় সাংবাদিক রূপক মুখার্জি বলেন, কুল বাগানটি অনেক সুন্দর এবং কুলগুলো খুব মিষ্টি। এই বাগান দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার জানান, লোহাগড়া উপজেলায় কাশ্মীরি কুলসহ বিভিন্ন জাতের কুলের আবাদ হচ্ছে। কৃষি অফিস থেকে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর