শ্যামল দত্ত, চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা সীমান্তে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে।
শুক্রবার রাতে উপজেলার ভারত সীমান্তবর্তী কাবিলপুর গ্রামের মাঠ থেকে এই ডলার উদ্ধার করা হয়। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডলার পাচারকারীরা পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় পাওয়া ১০০ ডলারের ৩০০টি নোট বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ ৮০ হাজার টাকার সমান।
কাবিলপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জাহাঙ্গীর কবির এই তথ্য নিশ্চিত করেছেন। জব্দকৃত ডলার চৌগাছা থানায় জমা দেওয়া হয়েছে এবং থানায় বৈদেশিক মুদ্রা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।







