Friday, December 5, 2025

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দাপট দেখালো বাংলাদেশ, নেপালকে ৫২ রানে হারালো

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরুতেই দাপট দেখিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৫২ রানে হারিয়েছে টাইগ্রেসরা।

টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। শুরু থেকেই বোলাররা নেপালের ব্যাটিং লাইনআপকে ধ্বংসস্তূপে পরিণত করে। নেপাল অধিনায়ক পূজা মাহোতাসহ ৫ উইকেট হারিয়ে মাত্র ৩০ রানে থেমে যায়।

উল্লেখ্য, বিশ্বকাপে নেপালের পৌঁছানোর পেছনে পূজার অবদান অনস্বীকার্য। তিনি বিশ্বকাপ বাছাইপর্বে ৬৯ বলে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন। এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পথে ৪৭ রান করেছিলেন।

বাংলাদেশকেও শুরুতে একটা ঝড় সামলাতে হয়েছে। ১১ রানেই ৩ উইকেট হারালেও সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তারের সংযমিত ইনিংসে জয় নিশ্চিত হয়।

এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। তবে প্রথমবার বিশ্বকাপ খেলা নেপালের বিপক্ষে হয়তো সহজ জয়েরই প্রত্যাশা ছিল।

সংক্ষিপ্ত স্কোর:

  • নেপাল: ৫২/১০ (১৮.৩ ওভার)
  • বাংলাদেশ: ৫৫/৫ (১৪ ওভার)
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর