মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি বিতর্কিত রায়ে টিকটক অ্যাপকে নিষিদ্ধ করার পথ সুগম করেছে। এই রায়ে কোর্ট যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইনকে বৈধ ঘোষণা করেছে, যার অধীনে চীনা মালিকানাধীন টিকটককে মার্কিন বাজার থেকে সরিয়ে নেওয়া হতে পারে অথবা এর মালিকানা বদলাতে হবে।
বিবিসির খবরে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের আরোপিত ওই আইনটিকে চ্যালেঞ্জ করেছিল টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটডান্স এবং কিছু ব্যবহারকারী। তবে সুপ্রিম কোর্ট তাদের আপিল খারিজ করে জানিয়েছে, এই আইন মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করে না।
এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না হলে রোববার থেকেই এই অ্যাপটি মার্কিন বাজার থেকে বাদ পড়তে পারে। যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক মানুষ এই জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি ব্যবহার করেন।
মার্কিন সরকারের দাবি, টিকটকের মালিকানাধীন কোম্পানি বাইটডান্স ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। তারা আরও দাবি করে, চীন গোপন তথ্য সংগ্রহ এবং প্রচার চালানোর জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে।
তবে টিকটকের সিইও শৌ জি চিউ জানিয়েছেন, তার কোম্পানি আইনি প্রক্রিয়া অনুসরণ করছে এবং মার্কিন বাজারে টিকে থাকার জন্য সম্ভাব্য সবকিছু করবে।
এই রায়ের ফলে বিশ্বব্যাপী সামাজিক মিডিয়া এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এই রায়ের প্রভাব অন্যান্য দেশের সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও পড়তে পারে।