Friday, December 5, 2025

জিম্বাবুয়েতে বসবে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সূচি অনুযায়ী ভারতে ২০২৩ সালের শেষদিকে পরবর্তী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এখন থেকে আরো প্রায় তিন বছর সময় বাকি থাকলেও এরই মধ্যে বিশ্বকাপ বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে। 

বিশ্বকাপ শুরুর আগে ২০২৩ সালের ১৮ জুন শুরু হবে বাছাইপর্ব। চলবে ৯ জুলাই পর্যন্ত। সেখান থেকে শীর্ষ দুই দল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের মতো ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপেও মোট ১০টি দল অংশগ্রহণ করবে। আইসিসির ওয়ানডে সুপার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দল সেখানে সরাসরি খেলার সুযোগ পাবে। ১৩টি দল নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে সুপার লিগ।

স্বাগতিক দেশ হিসেবে কোনো হিসেব নিকেশ ছাড়াই ভারত সরাসরি ২০২৩ বিশ্বকাপ খেলতে পারবে। ভারত সুপার লিগের শীর্ষ সাতে থাকলে আট নম্বরে থাকা দলটিও সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। অন্যদিকে পয়েন্ট টেবিলের নিচের দিকের পাঁচ দল বিশ্বকাপে আসতে আরেকটি সুযোগ পাবে। দশ দলের বাকি দুটি জায়গা পূরণের জন্যই হবে আরেকটি বাছাইপর্ব।

সেখানে সুপার লিগের নিচের পাঁচ দলের সঙ্গে আইসিসির পাঁচটি সহযোগী দেশ খেলবে। এই বাছাইপর্বই অনুষ্ঠিত হবে জিম্বাবুয়েতে। সেখানে দশ দলের মাঝে দুই দল কাটবে বিশ্বকাপের টিকিট।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর