Friday, December 5, 2025

কপিলমুনিতে রায় সাহেবের ৯০ তম প্রয়াণ দিবস পালিত 

আঃ সবুর আল আমিন, কপিলমুনি প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলার অন্যতম সমাজ সেবক ও দানবীর, স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ৯০তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৯৩৫ সালের ১৭ জানুয়ারি তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।
বিনোদ বিহারী সাধু কপিলমুনির আধুনিক স্থপতি হিসেবে পরিচিত। সমাজ সেবায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে “রায় সাহেব” উপাধিতে ভূষিত করেন। নিজের জীবনের সঞ্চিত অর্থের বেশিরভাগ তিনি এলাকার মানুষের কল্যাণে ব্যয় করেছিলেন।

খুলনা জেলার পাইকগাছা উপজেলার অবহেলিত জনপদ কপিলমুনি গ্রামে জন্মগ্রহণ করেন বিনোদ বিহারী সাধু। তাঁর পিতা যাদব চন্দ্র সাধু এবং মাতা সহচরী দেবীর ৪ সন্তানের মধ্যে তিনি তৃতীয়। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রতিষ্ঠিত আর কে বি কে হরিশচন্দ্র ইনস্টিটিউটে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি ব্যবসায়িক জীবন শুরু করেন এবং বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের পরামর্শে ব্যবসায় সফলতা অর্জন করেন।

বিনোদ বিহারী সাধু এলাকার মানুষের জন্য একাধিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মধ্যে উল্লেখযোগ্য-কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, ভরত চন্দ্র হাসপাতাল, যাদব চন্দ্র দাতব্য চিকিৎসালয়, অমৃতময়ী টেকনিক্যাল স্কুল, পানীয় জলের জন্য ৬ বিঘা জমির একটি বিশাল পুকুর, বিনোদগঞ্জ বাজার, যা তাঁর নামে প্রতিষ্ঠিত।

শুক্রবার তাঁর স্মরণে কপিলমুনি বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।সকাল ৯টায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরে তাঁর মুরালে মাল্যদান, ১০টায়: শোক র‌্যালি ও সাড়ে ১১টায়: আলোচনা সভা।

বিনোদ স্মৃতি সংসদ, গুণিজন স্মৃতি সংসদ, বিনোদ সংরক্ষণ পরিষদ, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে বেদ মন্দিরে পূজা-অর্চনার আয়োজনও করা হয়।

রাতদিন সংবাদ/আর কে-১০

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর