হীরক রাজার সঞ্চালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন।
বাংলদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি খ্যাতিমান বাউল শফি মন্ডলের সভাপতিত্বে এ সময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) লিংকন বিশ্বাস, পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃখায়রুজ্জামান সবুজ, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ জাহিদ হাসান, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী অধ্যক্ষ রওশন আলী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ তারিকুলজ্জামান লিটু, অ্যাডঃ আজিজুল ইসলাম ও নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু।
কর্মশালায় নড়াইল সদর, কালিয়া এবং লোহাগড়া উপজেলার ১শ ৪০ জন সংগীত শিল্পী অংশগ্রহণ করেন। সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের চিত্রশিল্পী সুলতান মঞ্চে বাউল ও সুফীগানের উৎসবের আয়োজন করা হয়।
রাতদিন সংবাদ/আর কে-০৯







