Friday, December 5, 2025

ক্রীড়াঙ্গণের উন্নয়নে বিএনপির অঙ্গীকার

সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার কাঠিয়া আমতলায় দিনব্যাপী ৮ দলীয় নকআউট আমতলা উদিয়মান ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ শুক্রবার উদ্বোধন করা হয়েছে। “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্টে সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শাহিন বলেন, “রাষ্ট্র সংস্কারের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাতেও ক্রীড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। বিগত ১৭ বছর দলীয়করণ ও আত্মীয়করণের মাধ্যমে ক্রীড়াঙ্গণ ধ্বংস করা হয়েছে। আগামী দিনে বিএনপি জনগণের রায়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ক্রীড়াঙ্গণের উন্নয়নে কাজ করবে।”

তিনি আরও বলেন, “কোচিং থেকে শুরু করে ক্রীড়াঙ্গণের সব ধরনের কার্যক্রম ছিল স্থবির। বিএনপি ক্ষমতায় এলে এই সব ক্ষেত্রে উন্নয়ন করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক কামরুজ্জামান কামু, সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, গণমুখী যুব সংঘের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তি, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর হোসেন রিপন, মোঃ সাইফুল ইসলাম, কাজী রাসিউল করিম রোমন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক শেখ শাহাদাত মাহমুদ, সদস্য সচিব মোঃ মোস্তফা ফারহাদসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর