Wednesday, February 19, 2025

কক্সবাজার সৈকতে গুলি করে খুলনার সাবেক কাউন্সিলর হত্যার চাঞ্চল্যকর তথ্য

কক্সবাজার সমুদ্রসৈকতে গুলি করে খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানীকে হত্যার ঘটনা পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন আসামি কক্সবাজারের পৃথক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার পেছনের পরিকল্পনা ও ঘটনাপ্রবাহের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

২০১৫ সালে খুলনার দৌলতপুরে ইসলামী ব্যাংকের সামনে চরমপন্থী নেতা শহীদুল ইসলামকে হত্যা করা হয়। ওই মামলায় অভিযুক্ত ছিলেন গোলাম রব্বানী। শহীদুলের ভাতিজা শেখ শাহরিয়ার ইসলাম চাচার হত্যার বদলা নিতে গোলাম রব্বানীকে হত্যার পরিকল্পনা করেন। পাঁচ মাস ধরে আটজনের একটি দল এই পরিকল্পনা তৈরি করে।

হত্যার পরিকল্পনায় রব্বানীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য ঋতু নামের এক তরুণীকে ব্যবহার করা হয়। ঋতু ফেসবুকে রব্বানীর সঙ্গে বন্ধুত্ব করেন এবং কক্সবাজার ভ্রমণে যেতে উৎসাহিত করেন। ৯ জানুয়ারি রাতে কক্সবাজার সৈকতের সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে একটি সেতুর মাথায় শেখ শাহরিয়ার রব্বানীর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালান। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন রব্বানী।

হত্যার পর তদন্ত কর্মকর্তারা ঋতু এবং অন্যদের খুঁজে বের করতে হিমশিম খাচ্ছিলেন। পরে হোটেল থেকে ঋতুর বাসের লাগেজ ট্যাগ উদ্ধার করে ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের তথ্যের সাহায্যে ঋতুর অবস্থান শনাক্ত করা হয়। মৌলভীবাজার থেকে ঋতু, গোলাম রসুল এবং শাহরিয়ার ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। শাহরিয়ারের দেয়া তথ্য অনুযায়ী, কক্সবাজারের কক্স কুইন রিসোর্টের চিলেকোঠা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল এবং গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, “হত্যার জন্য আসামিরা কক্সবাজারকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছিল। এই পরিকল্পিত হত্যাকাণ্ডে আটজন জড়িত ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।”

গোলাম রব্বানী খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে তাকে অপসারণ করা হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে পুলিশ।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর