সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত পরিবেশ গড়ার লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার (IUCN) আয়োজিত এই কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুফা ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানা যায়, বাংলাদেশ দ্রুত নগরায়নের ফলে পরিবেশগত নানা সমস্যার সম্মুখীন। বিশেষ করে উপকূলীয় এলাকার শহরগুলো বন্যা, তীব্র গরম এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার মতো সমস্যায় ভুগছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য সরকার ও বিভিন্ন সংস্থা কাজ করছে।
“সবার জন্য বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক শহর” (LICA) প্রকল্পের অধীনে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী এবং সিরাজগঞ্জ শহরে আরবান লিভিং ল্যাব (ULL) প্রতিষ্ঠা করা হচ্ছে। এই ল্যাবগুলোর মাধ্যমে পার্ক, উদ্যান ও পুকুরের যথাযথ ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে শহরের পরিবেশ উন্নয়ন করা হবে।
এই কর্মশালার উদ্দেশ্য হলো সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে একটি আদর্শ পরিবেশবান্ধব পার্কে পরিণত করা এবং স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।