Wednesday, February 19, 2025

মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ উৎসব

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে উৎসাহের সঙ্গে নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। নবীন শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষকদের প্রশংসা করেন।

প্রধান অতিথি মোঃ নাজমুল ইসলাম তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সবাই ভবিষ্যতের নাগরিক। পড়াশোনা করে দেশ ও জাতির সেবা করবেন।”

নৃত্য ও সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও জমজমাট হয়।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর