সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলা কার্যালয়ে ১০০ জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এ কম্বল বিতরণ করেন।
আঞ্জুমান মুফিদুল ইসলাম সাতক্ষীরা জেলা শাখার কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ দ্বীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলাসহ আঞ্জুমানের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।
আঞ্জুমান মুফিদুল ইসলাম শুধুমাত্র শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়। তারা বেওয়ারিশ লাশ দাফন, নারীদের ক্ষমতায়ন, সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন মানবতাবাদী কাজ করে থাকে।