Wednesday, February 19, 2025

বান্দরবানের নতুন জেলা প্রশাসক শামীম আরা রিমি

মাহফুজুল ইসলাম, লোহাগড়া, নড়াইল: নড়াইলের লোহাগড়ার কৃতি সন্তান শামীম আরা রিমি বান্দরবান পার্বত্য জেলার নতুন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ১৩ জানুয়ারি তিনি এই গুরুত্বপূর্ণ পদে যোগদান করেন।

বিসিএস ২৭ ব্যাচের এই কর্মকর্তা নড়াইলের লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামের বাসিন্দা। এ্যাডভোকেট (মরহুম) মোঃ রুহুল কুদ্দুসের কন্যা শামীম আরা রিমি পারিবারিক জীবনে দুই সন্তানের জননী।

বান্দরবানের মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের জন্য শামীম আরা রিমিকে নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই সাফল্যে গোটা অঞ্চলের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

শামীম আরা রিমির এই সাফল্য লোহাগড়ার জন্য এক অনন্য গর্বের বিষয়। তাঁর এই অর্জন অঞ্চলের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। একজন নারী হয়ে এই উচ্চপদে অধিষ্ঠিত হওয়া শামীম আরা রিমির দক্ষতা ও অধ্যবসায়ের পরিচয়।

বান্দরবানের মতো একটি বহুবিধ সংস্কৃতির জেলায় শামীম আরা রিমির নেতৃত্বে উন্নয়ন কাজ আরো গতি পাবে বলে আশা করা হচ্ছে। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার সদ্ব্যবহার করে তিনি বান্দরবানের জনগণের কল্যাণে কাজ করবেন বলে আশা করা যায়।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর