Friday, December 5, 2025

মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে সচেতনতা সভা

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিশুশ্রম নিরসনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত স্থানীয় প্রশাসন, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা শিশুশ্রমের বিরূপ প্রভাব এবং এর নিরসনে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বলেন, শিশুশ্রম আমাদের দেশের উন্নয়নের অন্যতম বড় বাধা। শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে শিশুশ্রম নির্মূল করা জরুরি।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার বলেন, শিশুশ্রম নিরসনে সরকার, বেসরকারি সংস্থা এবং সমাজের সকল স্তরের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভা সূত্রে জানা যায়, উপজেলায় প্রায় ৮৩ জন শিশু বিভিন্ন কারখানা, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে। এই শিশুদের শনাক্ত করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে সভায় জানানো হয়।

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম বলেন, শিশুশ্রম নিরসনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে শিশুশ্রম নিরসনে সহযোগিতা করা সম্ভব।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর