Friday, December 5, 2025

যশোরে চাঁদাবাজির নির্মম হামলা: রড মিস্ত্রী নাজমুলের জীবন সংকটে

নিজস্ব প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নে কোটালীপুর গ্রামে চাঁদাবাজির নির্মম হামলায় রড মিস্ত্রী নাজমুলের জীবন সংকটে পড়েছে। স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দীন মাস্টারের নির্দেশনায় তার অনুসারীরা ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে নাজমুলকে বেপরোয়াভাবে পিটিয়েছে।

হামলায় নাজমুলের শরীরের বিভিন্ন স্থানে ১৮টি গভীর ক্ষতচিহ্ন রয়েছে এবং একটি পা কেটে ফেলার সম্ভাবনা রয়েছে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

যশোরে চাঁদাবাজির নির্মম হামলা: রড মিস্ত্রী নাজমুলের জীবন সংকটেনাজমুলের পরিবার জানিয়েছে, হামলার পর থেকে সন্ত্রাসীরা তাদেরকে হুমকি দিয়ে আসছে এবং তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা যশোর পুলেরহাট আর্মি ক্যাম্পে যোগাযোগ করলেও চৌগাছা থানা অভিযোগ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার নিন্দা জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। নাজমুলের পরিবার এবং এলাকাবাসী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর