Wednesday, February 19, 2025

শোয়েব আখতারের থেকে শিখতে চান বাংলাদেশের গতিতারকা

নাহিদ রানা, যিনি সাম্প্রতিক সময়ে তার গতিময় বোলিং দিয়ে ক্রিকেটবিশ্বে সাড়া ফেলেছেন, পাকিস্তান সফরে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তার এই পারফরম্যান্স প্রশংসিত হয়েছে ইয়ান বিশপ, হার্শা ভোগলে এবং শাহীন শাহ আফ্রিদিদের মতো ব্যক্তিত্বদের কাছ থেকে। শুধু পাকিস্তানেই নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো করেছেন তিনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন নাহিদ।

এই ধারাবাহিক সাফল্যের ফলস্বরূপ, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাহিদ জায়গা পেয়েছেন পেশাওয়ার জালমি দলে। গোল্ড ক্যাটাগরি থেকে দলে নেওয়া নাহিদ রানার জন্য এটি বাংলাদেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ। পেশাওয়ার জালমির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বাবর আজম।

রংপুর রাইডার্সের পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় নাহিদ বলেন, “সবার প্রথমে উপরওয়ালার প্রতি শুকরিয়া জানাতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।”

পিএসএল শুরু হবে আগামী ১০ এপ্রিল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে। তবে নাহিদের বর্তমান মনোযোগ বাংলাদেশের লিগ, বিপিএলের প্রতি। এ প্রসঙ্গে তিনি বলেন, “এখনো অত দূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে, বিপিএল নিয়ে ভাবছি। কীভাবে ভালোভাবে শেষ করা যায়, সেটাই আমার চিন্তা।”

পিএসএল খেলতে পাকিস্তানে গেলে কিংবদন্তি পেসার শোয়েব আখতারের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন নাহিদ। এ নিয়ে তিনি বলেন, “অবশ্যই। তিনি একজন কিংবদন্তি বোলার। তার সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয়, শিখব।”

শোয়েব আখতারের রেকর্ড ভাঙার ব্যাপারে প্রশ্ন করা হলে নাহিদ বলেন, “এর আগেও বলেছি, কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।”

নাহিদ রানার এমন আত্মবিশ্বাস এবং মনোযোগ তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অত্যন্ত ইতিবাচক দিক হিসেবে দেখা যাচ্ছে।

অনলাইন ডেস্ক/আর কে-০৫

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর