বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় খেলায় খুলনা টাইগার্সের বিপক্ষে ৮ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে রংপুর।
টসে জিতে আগে ব্যাট করে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। দলের পক্ষে খুশদিল শাহ খেলেন ঝড়ো ইনিংস, মাত্র ৩৫ বলে ৭৩ রান করেন তিনি। ইফতিখার আহমেদ ৩০ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার শুরুটা নড়বড়ে ছিল। দলীয় ৩১ রানে ওপেনার দারউইশ রসুল আউট হন। তবে মোহাম্মদ নাইম এবং মেহেদী হাসান মিরাজের ৬১ রানের জুটি খুলনাকে ম্যাচে ফেরায়। মিরাজ ২৪ বলে ৩৯ রান করে আউট হলেও, নাইম ৪১ বলে ৫৮ রানের ফিফটি করেন।
শেষ দিকে মোহাম্মদ আফিফ ১৫ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেললেও দলকে জয়ের বন্দরে নিতে ব্যর্থ হন। খুলনার ইনিংস থামে ১৭৮ রানে। রংপুরের হয়ে শেখ মেহেদী গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলকে জয় এনে দেন।
খেলার নায়ক খুশদিল শাহের অসাধারণ ব্যাটিং এবং দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং রংপুরকে ৮ রানের জয় এনে দেয়, যা সিলেট পর্বকে স্মরণীয় করে তোলে।
খেলাধুলা ডেস্ক/আর কে-১৮