Friday, December 5, 2025

সাতক্ষীরায় বিজ্ঞানের উৎসবের সমাপ্তি

সাতক্ষীরা: সাতক্ষীরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন সফলতার সাথে সমাপ্ত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

এই অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই মেলায় জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প উপস্থাপন করে। পাশাপাশি ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় জেলায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের জ্ঞানের পরিচয় দিয়েছে।

এই আয়োজনের মাধ্যমে সাতক্ষীরার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চেতনা জাগরণ ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর