বিপিএল ২০২৫-এ ঘরের মাঠে জয় দিয়ে সিলেট পর্ব শেষ করতে ব্যর্থ হলো সিলেট স্ট্রাইকার্স। সোমবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩০ রানের ব্যবধানে চিটাগং কিংসের কাছে হার মানতে হয় তাদের। এই জয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে চিটাগং কিংস।
ম্যাচে চিটাগং কিংস ২০৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় সিলেট স্ট্রাইকার্সকে। রান তাড়ায় জাকির হাসানের ঝোড়ো শুরু আশা জাগালেও, তা স্থায়ী হয়নি। ১৯ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন জাকির। ওপেনার রনি তালুকদারও (৯ বলে ৭) দ্রুত ফিরে গেলে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।
মিডল অর্ডারে জর্জ মানসি ও জাকের আলীর লড়াই সিলেটের হার এড়াতে পারেনি। মানসি ৩৭ বলে ৫২ রান করেন, আর জাকের অপরাজিত থাকেন ২৩ বলে ৪৭ রানে। তবে দলের সংগ্রহ থামে ১৭৩ রানে, যা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
এর আগে, চিটাগং কিংসের হয়ে ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক ও পাকিস্তানি ব্যাটসম্যান উসমান খান দলের বড় স্কোরের ভিত গড়ে দেন। ক্লার্ক ৫ ছক্কায় ৩৩ বলে ৬০ রান করেন, বিপিএল ক্যারিয়ারের প্রথম ফিফটিও পান। উসমান খান ৩৫ বলে করেন ৫৩ রান।
শেষদিকে হায়দার আলীর ১৮ বলে ঝোড়ো ৪২ রানে স্কোর ২০০ পার করে চিটাগং। সিলেটের হয়ে তানজিম সাকিব নেন ২ উইকেট।
চিটাগং কিংসের বোলারদের মধ্যে ওয়াসিম ৩টি এবং আলিস ২টি উইকেট নিয়ে সিলেটের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলেন।
সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং কিংস: ২০ ওভারে ২০৩/৬ (ক্লার্ক ৬০, উসমান ৫৩, হায়দার ৪২*; তানজিম ২/৩৮)।
সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৭৩/৮ (মানসি ৫২, জাকের ৪৭*; ওয়াসিম ৩/২৫, আলিস ২/৩৬)।
ফল: চিটাগং কিংস ৩০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: গ্রাহাম ক্লার্ক।
এই জয়ের মাধ্যমে চিটাগং কিংস নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখল এবং পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান নিশ্চিত করল।







