Friday, December 5, 2025

চৌগাছায় নিত্যপণ্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে মানববন্ধন

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: নিত্যপণ্য ও কৃষি উপকরণের দাম কমানো, ফসলের লাভজনক দাম নিশ্চিত করা এবং আর্মি রেটে রেশন ব্যবস্থার দাবি জানিয়ে যশোরের চৌগাছায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে উপজেলা সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের নেতৃবৃন্দ।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে চৌগাছা শহরের পুরনো ভাস্কর্য মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা বাসদের সভাপতি রফিউদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বাসদের আহ্বায়ক কমরেড শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য কমরেড আলাউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বাসদের সদস্য সচিব আব্দুল মালেক।

বক্তারা বলেন, কৃষি প্রধান বাংলাদেশে প্রায় ৮০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত থাকলেও এই খাত দীর্ঘদিন ধরে অবহেলিত। তারা জানান, সারের দাম, সেচ খরচ, কীটনাশক ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে কৃষকরা ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পাওয়ায় প্রান্তিক কৃষক ভূমিহীনে পরিণত হচ্ছেন। প্রতিবছর প্রায় ১১ লাখ কৃষক জমি হারাচ্ছেন বলে দাবি করেন তারা।

দাবি বাস্তবায়নে নেতৃবৃন্দ সার, বীজ, সেচ, ডিজেল, কীটনাশকের দাম কমানো, বন্ধ পাটকল ও চিনিকল আধুনিকায়ন করে পুনরায় চালু করা, পোলট্রি ফিড ও গো-খাদ্যের দাম হ্রাস এবং কৃষি কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মানববন্ধন শেষে স্মারকলিপি গ্রহণ করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। তিনি স্মারকলিপি জমার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ আন্দোলনে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কমরেড আজহার আলী, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, কৃষকফ্রন্টের নেতা আব্দুল কবির টুটুল ও ছাত্রনেতা ইমরান খান।

নেতৃবৃন্দ জানান, তাদের দাবি দ্রুত বাস্তবায়িত না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর