Friday, December 5, 2025

বার্সার দাপুটে জয়ে রিয়াল বিধ্বস্ত: স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। রুদ্ধশ্বাস ও তুমুল উত্তেজনায় ভরপুর ফাইনালে বার্সার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে রিয়াল। সুপার কাপের রেকর্ড সর্বোচ্চ ১৫তম শিরোপা ঘরে তুলল কাতালুনিয়ান দলটি।

সৌদি আরবের জেদ্দায় রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। নিজেদের ইতিহাসে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি এল ক্ল্যাসিকোতে রিয়ালের জালে ৪ বা এর বেশি গোল জড়াল বার্সা। ১৯৬৩ সালে রিয়ালের (৫-১ ও ৪-০) পর প্রথমবার ক্ল্যাসিকোয় দেখা গেল এমন কিছু।

এ দিন বার্সার গতিময় ও আক্রমণাত্মক ফুটবলকে থামানোর কোনো উপায়ই যেন জানা ছিল না রিয়ালের। যে কারণে প্রতিশোধ দূরে থাক, কোনো প্রতিরোধই গড়তে পারেনি কার্লো আনচেলত্তির দল। বিধ্বস্ত হয়েছে ৫-২ গোলে। শিষ্যদের এমন প্রদর্শনীতে হতাশ রিয়াল কোচ। বিশেষ করে প্রথমার্ধে তার দল ফুটবলই খেলতে পারেনি বলে মন্তব্য করেছেন এই ইতালিয়ান।

আনচেলত্তি বলেছেন, এটা বাজে একটি রাত। আমাদের সব সমর্থকদের মতোই আমরাও হতাশ। আমাদের এটা আড়াল করা উচিত হবে না, এটাই ফুটবল। কখনো আমরা জিতব আবার কখনো হার থেকে আমাদের শিখতে হবে। আমাদের সামনে তাকাতে হবে।

আনচেলত্তি স্বীকার করেই নিয়েছেন তার দল পরিকল্পনামাফিক খেলতে পারেনি। তিনি বলেছেন, আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি। এটা খেলায় আমাদের ক্ষতির কারণ হয়েছে। তারা খুব সহজেই গোল পেয়ে গেছে।

রিয়াল মাদ্রিদ প্রচণ্ড চাপের মুখে ভালোভাবে রক্ষণ সামলাতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, বিরতির সময় আমি বলেছি যে, আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত। কারণ, প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি। লং বল খেলেছি, কিন্তু সেটা আমাদের পরিকল্পনা ছিল না। আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেভাবে খেলতে পারিনি। আমি তাদের বলেছি তারা হারতে পারে কিন্তু প্রথমার্ধে আমরা যে ফুটবল খেলেছি, সেভাবে খেলে নয়।

খেলাধুলা ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর